দুর্গাপুরের মানুষকে সস্তায় বিশুদ্ধ মিনারেল ওয়াটার প্রদানের লক্ষ্যে গ্রিনসিটি মিশনের আওতায় দুর্গাপুরের বিভিন্ন জনবহুল এলাকায় ওয়াটার এটিএম-এর নির্মাণ শুরু হয়েছিল। ওয়াটার এটিএমের নির্মাণ কাজ সম্পন্ন হলেও কেবলমাত্র বিদ্যুৎ সংযোগের অভাবে শিল্পাঞ্চলের মানুষ এই ওয়াটার এটিএম পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন বলে অভিযোগ।

দুর্গাপুর পুরসভায় দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেই এই ওয়াটার এটিএম পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি। সেই মতো দুর্গাপুর পুরসভার জল দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে দুর্গাপুরের ১৬ টি জায়গায় ওয়াটার এটিএম নির্মাণ কাজ শুরু হয়। তারমধ্যে দুর্গাপুরের মহকুমা হাসপাতালের সামনে ও বীরভানপুর মহাশ্মশানেও ওয়াটার এটিএম তৈরি রয়েছে। কিন্তু বছর খানেক আগে ওয়াটার এটিএম গুলির নির্মাণের কাজ সমাপ্ত হলেও কেবলমাত্র বিদ্যুৎ সংযোগের অভাবে ওয়াটার এটিএম পরিষেবা চালু করা যাচ্ছে না বলে অভিযোগ করেন দুর্গাপুর পুরসভার জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায়।

জানা গেছে, এই ওয়াটার এটিএম পরিষেবা চালু হলে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ওয়াটার এটিএম থেকে সাধারণ মানুষ মাত্র ২ টাকায় এক লিটার বিশুদ্ধ মিনারেল ওয়াটার পাবেন। যেখানে বাজার দর লিটার প্রতি ২০ টাকা। দুর্গাপুর পুরসভার জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘আমার দফতরের কাজ সম্পন্ন হয়ে গেছে। কেবলমাত্র বিদ্যুৎ সংযোগের অভাবে ওয়াটার এটিএম পরিষেবা চালু করা যাচ্ছে না। আশা করছি খুব শীঘ্রই বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হলেই শিল্পাঞ্চলে সাধারণ মানুষ বাজার দর থেকে ১৮ টাকা কমে মাত্র ২ টাকায় এক লিটার বিশুদ্ধ মিনারেল ওয়াটারের পান করার সুযোগ পাবেন।’

Like Us On Facebook