.
দুর্গাপুরের গভর্ণমেন্ট কলেজে আসন্ন লোকসভা নির্বাচনের ডিসিআরসি (ভোটকর্মীরা যেখান থেকে ভোটের সরঞ্জাম নিয়ে যাবেন ও ফিরে এসে জমা দেবেন) কেন্দ্র হচ্ছে। এই সেন্টার থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে দুর্গাপুরের বিভিন্ন বুথে ভোট কর্মীরা ইভিএম মেশিন নিয়ে রওনা দেবেন। নির্বাচন সম্পন্ন হলে ইভিএম মেশিন গুলি জমা পড়বে এখানে তৈরি করা স্ট্রং রুমে। সেখান থেকে ইভিএম মেশিনগুলি ২৩ মে যাবে বর্ধমানের ভোট গণনা কেন্দ্রে। তাই বৃহস্পতিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের নির্বাচনী পর্যবেক্ষক সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজে পরিদর্শন করেন। ডিসিআরসি কেন্দ্র থেকে কিভাবে ভোটকর্মীদের বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হবে বা ভোট সম্পন্ন হলে ফের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ইভিএম মেশিন স্ট্রং রুমে আনা হবে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষক।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন