বৃহস্পতিবার বর্ধমান টাউনহল মাঠে প্রাতভ্রমণকারীদের মধ্যে প্রচার সারলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া। দেরিতে প্রচারে নামলেও প্রচারের কোন সুযোগই হাতছাড়া করছেন না বর্ষীয়ান এই সাংসদ।

রবিবার নাম ঘোষণার পর সোমবারই অমৃতসর থেকে বর্ধমানে চলে আসেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এসেই বর্ধমানে রোড শো করেন। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েই প্রচারে ঝাঁপিয়ে পড়েন বিজেপি প্রার্থী। ইতিমধ্যেই বর্ধমান ও দুর্গাপুরের বিভিন্ন জায়গায় প্রচার এবং কর্মীসভা করেছেন এস এস আলুওয়ালিয়া। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে তিনি যে এখানেই বড় হয়েছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেকথা মানুষজনকে বুঝিয়ে দিচ্ছেন এস এস আলুওয়ালিয়া।

বৃহস্পতিবার সকালে বর্ধমানের টাউনহল মাঠে প্রার্থীকে পাওয়া গেল অন্য মেজাজে। চিরাচরিত কুর্তা-পাজামার বদলে টিশার্ট-ট্রাউজারে সকাল সকাল হাজির হলেন টাউনহল মাঠে। আরএসএস-এর প্রভাত শাখা টাউন হল গুরিগোবিন্দ শাখা মাঠে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী। প্রভাতভ্রমণে আসা অন্যান্যদের মধ্যেও প্রচার করেন এবং সঙ্গে চলে চয়ে পে চর্চা। প্রার্থীকে সমানে পেয়ে এদিন টাউন হল মাঠে আসা প্রাতভ্রমণকারীরাও চায়ের ভাঁড় হাতে প্রার্থীর সঙ্গে আলোচনায় মশগুল হন।

বৃহস্পতিবার কাঁকসায় বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া কর্মীসভায় অংশ নেন। কর্মীসভায় অংশ নেওয়ার আগে গুরুদ্বারায় যান। সেখানে প্রার্থনা করেন এবং শিখ সম্প্রদায়ের মানুষজনদের সঙ্গে কিছুটা সময় কাটান। এরপর বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছান। এদিন বিজেপি কর্মীরা দলীয় প্রার্থীকে কাছে পেয়ে সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়েন। পাশাপাশি এদিন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে গিয়ে এক কর্মীসভা করেন এবং প্রচার সারেন এস এস আলুওয়ালিয়।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন



Like Us On Facebook