এবারের ব্যবসায়ীদের নির্বাচনী প্রচার পৌর নির্বাচনকেও হার মানিয়েছে। গত কয়েক দিন ধরে চলছে সমানে প্রচার। দোকানে দোকানে গিয়ে প্রচার থেকে শুরু করে মাইকে প্রচার কোন কিছুই বাদ নেই ক্ষমতাসীন গোষ্ঠীর। অপরদিকে প্রকাশ্যে প্রচার না করে নতুন কৌশলে অপর গোষ্ঠী ভোটের প্রচার সারছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের স্বার্থ পূরণ না করার অভিযোগ ক্ষমতাসীন বোর্ডের বিরুদ্ধে। অপরদিকে বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষমতাসীন গোষ্ঠীর অভিযোগ সহ ভুরি ভুরি উন্নয়নের খতিয়ান তুলে ধরে নির্বাচনের প্রচার সারলেন ক্ষমতাসীন গোষ্ঠীর সদস্যরা। এইভাবেই অভিযোগ-পাল্টা অভিযোগে দুর্গাপুরের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে ঘিরে সরগরম দুর্গাপুর শিল্পাঞ্চলের বণিক মহল। রাত পোহালেই রবিবার সকালে শুরু হবে ভোট গ্রহণ। রবিবার রাতেই ফল ঘোষণা হবে। টান টান উত্তেজনা বণিক মহলে। জানা গেছে, দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সদস্য সংখ্যা ৯২৫। মোট প্রার্থী সংখ্যা ৩৯। এক একজন ভোটার ১৫ টি করে ভোট দিতে পারবেন। এখন দেখার কাদের হাতে ক্ষমতা তুলে দেয় বণিক মহল।
Like Us On Facebook