বাস কর্মীদের সততায় টাকা ও গয়না সহ ফেলে যাওয়া ব্যাগ ফেরৎ পেলেন চঞ্চল দাস। জানা গেছে, ইন্দাস থানার শাসপুরের বাসিন্দা চঞ্চল দাসের গ্রামে সোনার দোকান আছে। বর্ধমানে এসেছিলেন কিছু সোনার গয়না পালিশ করাতে। কাজ সেরে আলিশা বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বর্ধমান-সামন্তী রুটের একটি টাউন সার্ভস বাস ধরেন। আলিশা বাসস্ট্যান্ডে নেমে চঞ্চল বাবু শাসপুরের বাসে উঠে পড়েন। কিছুক্ষণ পরে দেখেন হাতে গয়না ও টাকার ব্যাগটি নেই। সঙ্গে সঙ্গে তিনি বাস থেকে নেমে বর্ধমান-সামন্তী রুটের বাসটির খোঁজ শুরু করেন। তিনি নবাবহাট বাসস্ট্যান্ডে গিয়েও খোঁজ করেন বাসটির। বাস ইউনিয়নের কর্মীরা চঞ্চল বাবুকে আশ্বস্ত করে বাড়ি ফিরে যেতে বলেন। পরে বাস ইউনিয়নের কর্মীরা সেই বাসটির ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন বাসে একটি ব্যাগ পাওয়া গেছে। চঞ্চল বাবুকে ব্যাগ পাওয়ার কথা জানিয়ে বাস ইউনিউন অফিসে আসতে বলেন কর্মীরা। শনিবার উপযুক্ত প্রমাণ পেয়ে চঞ্চল বাবুকে তাঁর খোয়া যাওয়া ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। ব্যাগ ফিরে পেয়ে চঞ্চল বাবু বাসকর্মীদের ধন্যবাদ জানান।

Like Us On Facebook