.

দুর্গাপুরের কালীগঞ্জ শঙ্করপুরে রবিবার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই কর্মীরা দুস্থ মহিলাদের পাশে দাঁড়াতে ‘মায়েদের পাশে ডিওয়াইএফআই’ নামক এক প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে স্থানীয় দুস্থ মহিলাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জানা গেছে, স্থানীয় ৪২ জন দুস্থ মহিলার হাতে রবিবার বাম যুব কর্মীরা খাদ্য সামগ্রী তুলে দেন। চে গুয়েভারার জন্মদিন উপলক্ষে বাম যুব কর্মীদের এই প্রয়াশ বলে জানা গেছে। এদিন ‘মায়েদের পাশে ডিওয়াইএফআই’ প্রকল্পের সূচনার আগে আর্নেস্তো চে গুয়েভারার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাম যুব কর্মীরা।

Like Us On Facebook