স্থানীয় মানুষের দাবি মেনে ভরাট করা পুকুর থেকে মাটি তোলার কাজ শুরু করল কাঁকসার ব্লক উন্নয়ন কার্যালয়। পুকুর থেকে মাটি তোলার কাজ শুরু হতেই স্থানীয় মানুষ সহ পরিবেশবিদরা খুশির কথা জানান।

জানা গেছে, চলতি মাসের ৫ তারিখে কাঁকসার পানাগড় গ্রামে জলাশয় ভরাটের অভিযোগ তুলে কাঁকসার বিডিওকে লিখিত অভিযোগ করেছিলেন এলাকার বাসিন্দারা। সেই খবর চাউর হতেই এলাকা জুড়ে প্রতিবাদে সরব হন মানুষজন। রবিবার সকাল থেকেই মাটি দিয়ে ভরাট করে দেওয়া সেই জলাশয় থেকে মাটি তোলার কাজ শুরু হয়েছে। জানা গেছে, স্থানীয় প্রশাসনের নির্দেশেই ওই জলাশয়কে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য মাটি তোলার কাজ চলছে। স্থানীয় পরিবেশ কর্মী প্রকাশ দাস বলেন, ‘পুকুর ভরাট করার পর প্রশাসনের নির্দেশে মাটি তুলে ফের পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়া আনা একটা বিরাট ব্যাপার। স্থানীয় পরিবেশকর্মীরা জীবন বাজি রেখে এই লড়াই চালিয়ে সাফল্য পেয়েছেন। এরপর ভবিষ্যতে কোন পুকুর ভরাট করতে গেলে জমি হাঙরদের একবার ভাবতে হবে। ভরাট হয়ে যাওয়া পুকুরটি ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’

Like Us On Facebook