পিঠেপুলি, মন্ডামিঠাই, মোয়া, মেচা, সিতাভোগ-মিহিদানা, ল্যাংচার সঙ্গে লিট্টি-চোখার প্রতিযোগিতায় সরগরম দুর্গাপুরে অনুষ্ঠিত সপ্তম মিষ্টি মেলা। এবার দুর্গাপুরের মিষ্টি মেলা চলছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে। শুরু হয়েছে শুক্রবার শেষ আজ, রবিবার। দুর্গাপুরের গীতাঞ্জলি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রতিবছর রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে মিষ্টি ব্যবসায়ীরা দুর্গাপুরের ভোজনরসিকদের বিখ্যাত সব মিষ্টির স্বাদ দিতে মিষ্টিমেলায় যোগদান করেন। এবার ২৯টি মিষ্টির স্টল হয়েছে মেলায়।

বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা থেকে কলকাতার পিঠেপুলি, বীরভূমের মোরব্বা বা কৃষ্ণনগরের সরপুরিয়া, চন্দননগরের জলভরা, কালনার মাখা সন্দেশ, বাঁকুড়ার বড়জোড়ার খাশ মন্ডা বা বেলিয়াতোড়ের মেচার সঙ্গে এবার দুর্গাপুরের হরেকমিষ্টির দোকান এবং তন্দুর চা বা লিট্টি-চোখার স্বাদ যেন ভোজন রসিকদের মনে অন্য রকম জায়গা করে নিয়েছে।





Like Us On Facebook