ফেব্রুয়ারি মাসের শুরুতে বর্ধমান শহরে জেলা কৃষি খামারে রাজ্য মাটি উৎসব উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দিনক্ষণ সঠিকভাবে জানানো না হলেও মুখ্যমন্ত্রীর এই আগমন উপলক্ষ্যে শুরু হয়ে গেছে সাজো সাজো রব। আর মাটি উৎসবের এই প্রস্তুতি নিয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। এদিন তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরা।

এদিনের বৈঠকে মাটি উৎসবের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন প্রদীববাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই মাটি উৎসব। তাই মাটি উৎসবকে ঘিরে কি কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে তাঁরা চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি মাটি উৎসবের কেন্দ্র ‘মাটি তীর্থ, কৃষি কথা’ প্রাঙ্গণের সৌন্দর্য্য বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, একইসঙ্গে এটিকে ঘিরে স্থায়ী সম্পদ সৃষ্টির ওপর জোড় দেওয়া হচ্ছে এবং সারা বছর জায়গাটিকে কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। মাটি উৎসবের পাশাপাশি এদিন প্রদীপবাবু জেলা কৃষি খামার প্রাঙ্গণে ভারতবর্ষের মধ্যে প্রথম তৈরি হওয়া কৃষি যন্ত্রপাতি সারানোর জন্য রাজ্য সরকারের উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এখানে উদ্যোগী যুবক – যুবতীরা প্রশিক্ষণ নিতে পারবেন।

Like Us On Facebook