দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনে বাম আন্দোলনের নতুন মুখ দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষ সভাপতি নির্বাচিত হলেন। ঐশী ঘোষ দুর্গাপুরের ডিটিপিএস কলোনির বাসিন্দা। দিল্লির জেএনইউ’র ছাত্রী ঐশী এবছর ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই প্রতিনিধি ছিলেন। নির্বাচনে এসএফআই, ডিএসএফ, আইসা ও অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের মত বাম ছাত্র সংগঠনগুলির কাছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ধরাশায়ী হয়ে যায়।
এসএফআই সূত্রে জানা গেছে, ঐশী ঘোষ ছাত্র সংসদ নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির মণীশ জাঙ্গিদের দ্বিগুণ ভোট পেয়ে জেএনইউ ছাত্র সংসদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ২০১৬ সাল থেকে টানা বাম ছাত্র সংগঠনগুলির জোট জেএনইউ’র ছাত্র সংসদের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদ নিজেদের দখলে রাখতে পেরেছে। জানা গেছে, বাম ছাত্র সংগঠনগুলি এবারও ছাত্র সংসদ নির্বাচনে ৫০ শতাংশের বেশী ভোট পেয়েছে। ঐশী ঘোষ জেএনইউ ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়ার খবরে দুর্গাপুরের বাম ছাত্র সংগঠনগুলির সদস্যদের সঙ্গে সঙ্গে বাম নেতৃবৃন্দও ঐশীকে অভিনন্দন জানিয়েছেন। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার ও পশ্চিম বর্ধমান জেলার এসএফআই-এর সাধারণ সম্পাদক মৈনাক চট্টোপাধ্যায়ও ঐশীকে বাম ছাত্র আন্দোলনের নতুন মুখ বলে অভিহিত করেন।