বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ প্রবল ঝড় বৃষ্টিতে ফের লন্ডভন্ড হয়ে গেল দুর্গাপুরের বিভিন্ন এলাকা। কোথাও গাছ ভেঙে পড়ল গাড়ির উপর তো আবার কোথাও রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল। বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝড়বৃষ্টির জেরে গোটা দুর্গাপুর শহর কার্যত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর সংগ্রহ করা পর্যন্ত গোটা দুর্গাপুর জুড়েই অন্ধকার নেমে আসে। রাত আটটা পর্যন্ত প্রবল বেগে বৃষ্টি চলতে থাকে। বৃষ্টির মধ্যে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু হয়। সঙ্গে সঙ্গে বিদুৎ দফতরের কর্মীরাও বৃষ্টি মাথায় নিয়েই দুর্গাপুরকে আলোকিত করতে কাজে নেমে পড়েন। তবে খবর সংগ্রহ করা পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির দাপটে কোথাও প্রাণহানির খবর পাওয়া নেই। কয়েকদিন ধরে পরপর ঝড়ের দাপটে দুর্গাপুরে বিভিন্ন এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবারও ফের ঝড়ের দাপটে দুর্গাপুরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সন্ধ্যার আচমকা ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে উড়ল অন্ডালের মুকুন্দপুর এলাকার তৃণমূল কার্যালয়ের অ্যাসবেস্টসের চাল। পাশাপাশি এলাকায় বেশ কয়েকটা বাড়ির ছাদ উড়ে যায়। বাড়ির ছাদ পড়ে মাথায় আঘাত পেলেন এক মহিলা। বৃহস্পতিবার সন্ধ্যার ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড খনি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। কোথাও পড়েছে গাছ, কোথাও উড়েছে বাড়ির ছাদ। ঝড়ে চাল উড়ে যাওয়ায় তৃণমূল কার্যালয়ের ফ্যান, টিভি, এসি সহ সমস্ত আসবাবপত্র জলের কারণে নষ্ট হয় বলে জানা গেছে। প্রায় ৩০ মিনিট ধরে চলে ঝড়ের তান্ডব। ঝড়ের বেগ এতটাই ছিল যে খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় রাস্তায় পড়েছে বড় বড় গাছ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অন্ধকারে ডুবেছে খনি অঞ্চল পাণ্ডবেশ্বর ও অন্ডাল সহ বিভিন্ন জায়গা।

Like Us On Facebook