দেশের সঙ্গে রাজ্যেও করোনা গ্রাফ এখন উর্দ্ধমুখী। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অবশেষে করোনার চেন ভাঙতে স্বাস্থ্য দফতর তৎপরতা শুরু করল। ভোট মিটতেই করোনা মোকাবিলায় তৎপর হল স্বাস্থ্য দফতর। শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হল এক গুচ্ছ বিধিনিষেধ। কার্যত করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করতে রাজ্যে আংশিক লকডাউন শুরু হল। শুক্রবার রাজ্য সরকার এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করল।

বিজ্ঞপ্তিতে বেঁধে দেওয়া হল বাজারের সময়সীমা। ভিড় এড়াতে বাজার-হাট সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে। এবং বিকেলে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে। বাকি সময় বন্ধ থাকবে বাজার-হাট। মুদিখানার দোকান নিয়মের বাইরে থাকছে। এছাড়া ওষুধের দোকান সহ জরুরি পরিষেবার আওতায় থাকা প্রতিষ্ঠান অন্যান্য দিনের মতো খোলা থাকবে। অনলাইন অর্ডার এবং হোম ডেলিভারি বহাল থাকবে আগের মতোই। শপিংমল, সিনেমা হল, হোটেল, রেস্তোরাঁ , বিউটি পার্লার, স্পা, সেলুন বন্ধ থাকবে। সামাজিক অনুষ্ঠানে ভিড় এড়াতে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নীচে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিবের দেওয়া নির্দেশাবলীটি।

Partial Lockdown Order

Like Us On Facebook