দুর্গাপুর থানার পুলিশ অম্বুজা আবাসনে চিকিৎসকের বাড়িতে ডাকাতির কিনারা করল। জেমুয়া থেকে পুলিশ ৩ জনকে গ্রেফতার করল এবং চুরি যাওয়া বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করল। উল্লেখ্য, দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসনে চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়ির ২৭ জুলাই ডাকাতি হয়। চিকিৎসক ও তাঁর স্ত্রীকে মারধর করে নগদ টাকা সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দশদিন পর পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে পাকড়াও করে দুষ্কৃতীদের। বুধবার রাতে দুষ্কৃতীদের ধরা হয়। বৃহস্পতিবার দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।

জানা গেছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কতীদের চিহ্নিত করে পুলিশ ডাকাত দলটিকে ধরে। গতকাল রাতে জেমুয়া থেকে ইমরান খান, শেখ শুকুর ও শেখ আবিদকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪০০০ টাকা, বেশ কিছু গয়না ও মোবাইল। ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় ধৃতদের। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে বাকি জিনিসপত্র উদ্ধার এবং দুষ্কৃতিরা আর কোন অপরাধের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখবে।


Like Us On Facebook