উৎসব মরসুমে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হল। অবাঞ্ছিত ঝুটঝামেলা এড়াতে স্থানীয় মানুষকে ঠিক কোন পরিস্থিতিতে কি করতে হবে সেই পরামর্শ দিতে পাড়ায় পাড়ায় পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে বৈঠক কর্মসূচি শুরু করল।
শনিবার দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের গণতন্ত্রপল্লীতে নিউ টাউনশিপ থানার উদ্যোগে দুর্গাপুরের এসিপি আরিশ বিল্লাল ও নিউ টাউনশিপ থানার ওসি বিজন সমাদ্দারের উপস্থিতিতে এক বৈঠক হয়। বৈঠকে পুলিশ কর্তারা স্থানীয় মানুষদের বিভিন্ন সমস্যার কথা শুনে অবাঞ্ছিত ঝুটঝামেলা এড়িয়ে কিভাবে শান্তিপূর্ণভাবে থাকা যায় তার পরামর্শ দেন। এবং এলাকায় অপরিচিত মুখের উপস্থিতি হলেই স্থানীয় থানায় খবর দেওয়ার পরামর্শ দেন পুলিশ কর্তারা বলে জানা গেছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ স্থানীয় মানুষকে সব রকম সাহায্য করার আশ্বাস দেয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় পুলিশ নজরদারি রাখতে উৎসব মরসুমে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্মকর্তারা এবার থেকে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে এইভাবেই পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের এই উদ্যোগকে স্থানীয় মানুষ সাধুবাদ জানান।