শুক্রবার বর্ধমান ও হাওড়া জিআরপির যৌথ অভিযানে মালদহ থেকে গ্রেফতার আন্তঃরাজ্য ট্রেন ডাকাতি চক্রের পান্ডা ছোটেলাল পোদ্দার ওরফে ছোট্টু। ছোটেলাল বিহারের কাটিহারের বাসিন্দা। শনিবার পুলিশ তাঁকে বর্ধমান আদালতে তুললে বিচারক ধৃতের ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জিআরপি সূত্রে জানা গেছে, ছোটেলাল পশ্চিমবঙ্গ সহ বিহার ও ঝাড়খণ্ডে ঘটা বিভিন্ন ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত। এই তিন রাজ্যেই জিআরপি ছোটেলালকে ধরতে তৎপর ছিল। শেষমেশ বর্ধমান ও হাওড়া জিআরপি তাঁকে ধরতে সফল হল। আপ গৌড় এক্সপ্রেস ও সরাইঘাট এক্সপ্রেসে ডাকাতির ঘটনায় ছোটেলালকে গ্রেফতার করে শনিবার আদালতে তোলে পুলিশ। গত জুন মাসে পূর্ব বর্ধমানের নওদার ঢাল ও গুসকরা স্টেশনের মাঝে এসি কামরায় ডাকাতির ঘটনা ঘটে। ২৮ জুন ডাউন সরাইঘাট এক্সপ্রেস ও ২৯ জুন আপ গৌড় এক্সপ্রেসের এসি কামরায় লুটপাট চালিয়ে চেন টেনে ট্রেন থামিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে গুসকরা থেকে রাজা শেখ ও সেখ সেইন নামে দুজনকে গ্রেফতার করে রেল পুলিশ। তাঁদের জেরা করে ছোটেলালের কথা জানতে পারে পুলিশ। এরপর পুলিশ ছোটেলালের মোবাইল লোকেশন ট্র্যাক করা শুরু করে। সেই সূত্র ধরেই শুক্রবার অভিযান চালায় জিআরপি এবং সাফল্যও মেলে। মালদহের মঙ্গলবাড়ি থেকে ছোটেলালকে গ্রেফতার করে নিয়ে আসে বর্ধমান জিআরপি থানার পুলিশ।