আন্তজার্তিক যোগা অলিম্পিক প্রতিযোগিতা ২০২০ তে প্রথম স্থান অধিকার করে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল দুর্গাপুরের ভিড়িঙ্গীর বাসিন্দা অঞ্জন বন্দ্যোপাধ্যায়। অঞ্জন বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ২০ নং ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা। অঞ্জনবাবু দুর্গাপুরের অন্যতম বিশিষ্ট যোগ প্রশিক্ষক। গত ১ আগস্ট অনলাইনে প্রথম আন্তজার্তিক যোগা অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৮টি বিভাগে ৬০টি দেশের ১৩৫০ জন প্রতিযোগী অংশ নেন। অঞ্জনবাবু প্রতিযোগিতায় ‘সিনিয়ার মেন’ বিভাগে অংশ নিয়ে প্রথম হন।

জানা গেছে, অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে চার মিনিটে পাঁচটি যোগ ব্যয়াম প্রদর্শন করতে বলা হয় অনলাইনে। হস্ত শীর্ষাসন, পার্শ্ব-পর্বতাসন, ময়ূরাসন, বক্রাসন এবং পশ্চিমোত্তাসন করতে বলা হয়। অঞ্জন বন্দ্যোপাধ্যায় ৪ মিনিটে এই যোগ ব্যায়ামগুলি করতে সমর্থ হন বলে জানা গেছে। এরপর আন্তজার্তিক যোগা অলিম্পিক কমিটির বিচারকরা অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিভাগে শ্রেষ্ঠ হিসাবে বেছে নেন। জানা গেছে, ২০১৭ সাল থেকে জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আসছেন দুর্গাপুরের এই যোগ প্রশিক্ষক। করোনা আবহে অনলাইনে ফের আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় যোগ প্রশিক্ষক অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবার আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করলেন।

Like Us On Facebook