দুর্ঘটনা এড়াতে পানাগড়ে রাস্তার খানাখন্দ বোজাতে পুলিশ কর্মীরাই হাত লাগালেন। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পানাগড়ের দার্জিলিং মোড় থেকে কাঁকসার বসুধা পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ছোট বড় গর্ত। যা দিনের বেলায় নজরে আসলেও রাতের অন্ধকারে নজরে আসে না। ফলে গর্ত বাঁচাতে গিয়ে বা আচমকা গর্তে পড়ে নিত্যদিনই দুর্ঘটনায় পড়ছে বিভিন্ন যানবাহন।
তাই দুর্ঘটনা কমাতে কাঁকসা থানার পুলিশ কর্মীরা নিজেরাই উদ্যোগ নিয়ে বুধবার ও বৃহস্পতিবার কোদাল হাতে রাস্তার ধার থেকে মাটি পাথর নিয়ে গর্ত বোজানোর কাজে নামেন। কাঁকসা থানার পুলিশ কর্মীদের কোদাল হাতে দেখে এলাকার মানুষ কিছুটা অবাক হন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে এই মুহূর্তে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ সব কাজ সামলে সেই পুলিশকে আবার হাতে কোদাল নিয়ে রাস্তা সারাই করতে হচ্ছে দুর্ঘটনা রোধ করতে – এই ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। পুলিশের এই ভূমিকায় স্থানীয় মানুষ খুশি। কাঁকসা থানার পুলিশ কর্মীরা জানান, রাস্তা সারাইয়ের জন্য অপেক্ষা না করে এই মুহূর্তে দুর্ঘটনা রোধে যতটা পারা যায় গর্তগুলো মাটি-পাথর ভরাট করে দিলে ছোট গাড়িগুলো দুর্ঘটনার হাত থেকে কিছুটা রেহাই পাবে। তাই তাঁরা নিজেরাই গর্ত বোজানোর কাজে হাত লাগান।