বুধবার সকালে দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক পুনরায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। বুধবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে কুমার মঙ্গলম পার্কটি খুলে দেওয়া হয়। প্রায় তিন বছর পার্কটি বন্ধ ছিল। ফের দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থার হাতে পার্কটিকে বাণিজ্যিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য তুলে দেয়। জানা গেছে, বর্তমানে কুমার মঙ্গলম পার্কের এন্ট্রি-ফি করা হয়েছে মাথাপিছু ৮০ টাকা। এবং বোটিং করার জন্য লাগবে মাথাপিছু ৩০ টাকা। যদিও বুধবার পার্কে আগত অনেকেই পার্কে প্রবেশের জন্য ৮০ টাকার নিয়ে প্রশ্ন তোলেন।
Like Us On Facebook