দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিড হাসপাতালে বেড অমিল। চিকিৎসকদের পরামর্শে আক্রান্ত রোগীদের অনেকেই বাড়িতে আইসোলেশনে আছেন। টেলিমেডিসিনের মাধ্যমে বাড়ি থেকেই বেশির ভাগ করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। কোন করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিক ভাবেই বাড়িতে থাকা করোনা আক্রান্ত রোগীদের পরিবারগুলির খাদ্য, ঔষধ ও অক্সিজেনের জোগান একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন বাড়িতে থাকা করোনা আক্রান্ত রোগীদের রান্না করা খাবার সহ প্রয়োজনীয় জিনিষপত্রের জোগান দিচ্ছে বলে দাবি করছে তেমনই দুর্গাপুর ইস্কন মন্দির কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের মহাপ্রসাদ করোনা রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে।
বৃহস্পতিবার ৭০ জন করোনা আক্রান্ত রোগীদের পরিবারে খাবার পৌঁছে দেওয়া হয় বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। আক্রান্ত রোগীদের পরিবারের পাশে দাঁড়াতে সোশ্যাল মিডিয়াতে হেল্পলাইন নম্বর (9434 55 1909) দিয়ে প্রচার শুরু করেছে ইস্কন মন্দির কর্তৃপক্ষ। যেদিন খাবার বাড়িতে পৌঁছে দিতে হবে তার আগের দিন উপরের হেল্পলাইন নম্বরে জানাতে অনুরোধ করেছেন ইস্কন মন্দির কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগেও লক ডাউনের সময়ে ইস্কন মন্দির কর্তৃপক্ষ দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পর্যাপ্ত খাবার ও খাদ্যশস্য পৌঁছে দেয়।