.

আর পাঁচটা মেয়ের মতোই দুর্গাপুরের এমএএমসি সুভাষ পল্লীর চতুর্থ শ্রেণির ছাত্রী দশ বছরের সারিকা সুস্থভাবে বাঁচতে চায়, পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ছোট থেকেই সারিকা লিভারের জটিল ব্যাধিতে আক্রান্ত। তার লিভারের ৮০ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে তার পরিবারের দাবি। বর্তমানে সারিকা দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা সারিকার লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন বলে জানান সারিকার কাকা রাজ কিশোর চৌরাসিয়া। ছোট্ট সারিকাকে নিয়ে সারিকার বাবা সঞ্জয় চৌরাসিয়া এবং মা নীতু চৌরাসিয়া দিল্লির ওই হাসপাতালে রয়েছেন। সারিকার চিকিৎসার জন্য ৪৫ লাখ টাকা প্রয়োজন বলে দাবি রাজ কিশোর চৌরাসিয়ার। রাজ কিশোর চৌরাসিয়া জানান, সারিকাকে লিভার দান করছেন তার মা নীতু চৌরাসিয়া। জানা গেছে, দিল্লির কিছু স্বেচ্ছাসেবী সংস্থা সারিকাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা দান করছে। বাকি ২৫ লাখ টাকার জন্য দুর্গাপুরের বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ঘুরছে সারিকার পরিবারের লোকজন। ৪৫ লাখ টাকা চিকিৎসা খরচ জোগাতে পারলেই সারিকা ফের সুস্থ জীবন লাভ করতে পারে বলে তার পরিবারের দাবি।

Like Us On Facebook