জ্বরে আক্রান্ত এক কিশোরীর মৃত্যুতে ডেঙ্গির আতঙ্ক ছড়াল দুর্গাপুরে। দুর্গাপুরের ডিটিপিএস কলোনির বাসিন্দা ১৪ বছরের কিশোরী নীলাঞ্জনা গায়েন ১ সেপ্টেম্বর প্রবল জ্বর নিয়ে প্রথমে ডিভিসি হাসপাতাল ও পরে ইএসআই হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে এবং সেইমত চিকিৎসা শুরু হয় বলে দাবি করেন নীলাঞ্জনার বাবা। এরপর নীলাঞ্জনাকে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় নীলাঞ্জনার।
অভিযোগ, রাজবাঁধের বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষায় নীলাঞ্জনার শরীরে ডেঙ্গির জীবাণু মিললেও শোভাপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ নীলাঞ্জনার ডেথ সার্টিফিকেটে নীলাঞ্জনার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছে নিউমোনিয়া। ডেঙ্গি ধরা পড়ার পর মৃত্যুর কারণ হিসাবে ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া লেখায় নীলাঞ্জনার পরিবারের লোকজনদের মনে ধোঁয়াশা তৈরি হয়। মেয়ে নীলাঞ্জনার চিকিৎসা বিভ্রাটে মৃত্যু কিনা সেই নিয়ে নীলাঞ্জনার বাবা জীবন গায়েন প্রশ্ন তোলেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. দেবব্রত দাস বলেন, ‘রক্ত পরীক্ষার রিপোর্টে নীলাঞ্জনার শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছিল। তবে ডেঙ্গির কারণেই মৃত্যু কিনা তা রিপোর্ট দেখে বলা সম্ভব নয়। অন্য কারণেও মৃত্যু হতে পারে।’