বিশ্বের দরবারে এবার সম্মানিত হলেন দুর্গাপুরের এক চিকিৎসক। আমেরিকার বোস্টনে সন্মানিত হবেন দুর্গাপুরের স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: প্রবীন যাদব। আমেরিকা অ্যাকাডেমি অফ নিউরোলোজি সংস্থার তরফ থেকে ভলান্টারি সার্ভিস সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সংস্থার তরফ থেকে বুধবার ই-মেল মারফত চিকিৎসককে জানানো হয় এই সন্মানের কথা।
প্রসঙ্গত, সারা বিশ্বের ৪০ হাজার স্নায়ুরোগ চিকিৎসক সদস্য রয়েছেন আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলোজির। প্রতিবছর এপ্রিল মাসে অনুষ্ঠিত বার্ষিক উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেরাদের সম্মানিত করা হয়। এবছর ভারতবর্ষ থেকে একমাত্র এই পুরস্কার পাচ্ছেন প্রবীনবাবু। সামজিক পরিষেবা ও বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী কাজকর্মে তাঁর অবদানের জন্যই তাঁকে এই সেরার সন্মান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপুরের বিশিষ্ঠ স্নায়ুরোগ চিকিৎসক ডা: প্রবীণ যাদব বিগত এক দশক ধরে দুর্গাপুরে সুনামের সঙ্গে চিকিৎসা করে চলেছেন। বহু রোগী তাঁর চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে বিবেকানন্দ হাসপাতাল সহ একাধিক হাসপতালের সঙ্গে যুক্ত আছেন প্রবীণবাবু। দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে তাঁর একটি ক্লিনিকও রয়েছে। বিশ্বসেরার সম্মান পেয়ে আপ্লুত প্রবীণবাবু। তিনি জানান, এই সম্মান তাঁকে আরও মানুষকে সেবা করার জন্য উদ্বুদ্ধ করবে। প্রবীনবাবুর সাফল্যে খুশী শিল্পাঞ্চলবাসীও।