ফের পাউডার দিয়ে পালিশ করে দেওয়ার নাম করে তিন লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। সোমবার দুপুরের ঘটনা। জানা গেছে, দুর্গাপুরের বেনাচিতির গোয়েল গলি এলাকার বাসিন্দা গণেশ চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে যায় দুষ্কৃতিরা। পাউডারের মাধ্যমে দ্রুত অলঙ্কার সাফাইয়ের কথা জানায় তারা। গণেশ চৌধুরী ও তাঁর স্ত্রীর সোনার চেন পাউডারের মাধ্যমে পরিষ্কারের প্রলোভন দেখায়। সেই সোনার চেন পরিষ্কারের সময় গণেশ চৌধুরীর স্ত্রী দ্বীপমালা চৌধুরীকেও তাঁর সোনার চেন এবং কানের দুল পরিষ্কার করে দেওয়ার কথা জানান। দুটি সোনার চেন এবং দুটি কানের দুল পরিষ্কার হয়ে গিয়েছে বলে নিমিষের মধ্যে প্রায় তিন লক্ষ টাকার সোনার অলঙ্কার চুরি করে খালি পাউডারের প্যাকেট ধরিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। দ্বীপমালা চৌধুরী ওই দুষ্কৃতীদের ধাওয়া করলেও তারা নিমিষের মধ্যে এলাকা ছাড়ে। অভিযোগ দুটি বাইকে চারজন দুষ্কৃতি ছিল। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার প্রান্তিকা ফাঁড়ির পুলিশকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, একই কায়দায় ১৭ ডিসেম্বর, শনিবার দুর্গাপুর থানা সেকেন্ডারি এলাকায় এক বৃদ্ধের কাছ থেকে একই কায়দায় প্রায় দু’লক্ষ টাকার সোনার গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতিরা। এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতিরা। তারপর আবার একই কায়দায় চুরি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দুর্গাপুরের মহকুমা শাসক ড. সৌরভ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন বেনাচিতি সহ দুর্গাপুরের পুলিশকে আরও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে।