পরীক্ষা শেষের ২৮ দিনের মধ্যে সিবিএসই বোর্ডের ২০১৯ সালের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। মোট ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে যুগ্ম ভাবে শীর্ষস্থান দখল করেছেন দুই ছাত্রী। সিবিএসই বোর্ডের এ বারের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গাজিয়াবাদের হংসিকা শুক্লা এবং মুজফ্ফরনগরের করিশ্মা অরোরা নামের দুই ছাত্রী ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।

এবার সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দুর্গাপুরের নাম উজ্জ্বল করলেন দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের বিজ্ঞানের ছাত্র শুভদ্বীপ হাজরা। শুভদ্বীপ ৫০০-র মধ্যে ৪৯৪ (৯৮.৮ শতাংশ) পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম। ডিএভি মডেল স্কুলের এবার ৪৫৪ জন ছাত্রছাত্রীই পাশ করেছেন। স্কুলের ১৫৭ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। বিজ্ঞানের ছাত্র শুভদ্বীপ হাজরা ৯৮.৮ শতাংশ পেয়ে স্কুলের প্রথম স্থান অর্জন করার পাশাপাশি রাজ্যে সম্ভাব্য প্রথম। এছাড়াও বিজ্ঞান বিভাগে ৯৭.৮ শতাংশ পেয়েছেন বিপুল কুমার, কমার্স বিভাগে খুশি পোহার পেয়েছেন ৯৭.৪ শতাংশ এবং কলা বিভাগের রুচিরা পুরকায়স্থ ৯৭.৪ শতাংশ নম্বর পেয়েছেন।

অপরদিকে, দুর্গাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী হর্ষিতা ভার্মা ৯৭.৪ শতাংশ পেয়ে উল্লেখযোগ্য ফল করেছেন। দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুলের পরীক্ষার ফলাফলও যথেষ্ট সন্তোষজনক। হেমশীলা মডেল স্কুলের ৩৯৬ জন পড়ুয়া এবার পরীক্ষায় বসেন এবং ১৫১ জন পড়ুয়া ৯০ শতাংশের অধিক নম্বর পেয়েছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook