ফণীর প্রভাবে সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত সঙ্গে দমকা হাওয়া। রাজ্য জুড়ে প্রশাসনিক সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ায় শুক্রবার বিকেলে ইসিএলের বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিঁড়ে তিনটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পান্ডবেশ্বরের ৫ নং এবিপিট এলাকায়।

পান্ডবেশ্বরের ৫ নং এবিপিট এলাকার বাসিন্দা কৈলাস ভূঁইয়া বলেন, ‘বাড়ির উঠোনে তাঁর পোষ্য তিনটি গরু বাঁধা ছিল। হঠাৎ করে দমকা ঝড়ে ইসিএলের হাই ভোল্টেজ তার ছিঁড়ে পাড়ায় তিনটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।’ এই ঘটনার খবর পেয়ে সতর্কতা ব্যবস্থা অবলম্বনে ইসিএল কর্তৃপক্ষ গোটা এলাকা বিদ্যুৎ ছিন্ন করে দেয়। পান্ডবেশ্বরের এবিপিট এলাকা় অন্ধকার ডুবে রয়েছে।

Like Us On Facebook