করোনা পরিস্থিতিতে একটু অন্যভাবে বিবাহ বার্ষিকী পালন করলেন দুর্গাপুরের বেনাচিতির এক দম্পতি। আজ থেকে ৯ বছর আগে চারহাত এক হয়েছিল বেনাচিতির ২০ নং ওয়ার্ডের বাসিন্দা অভিষেক ও পিয়ালীর। সবার থেকে আলাদা একটু চিন্তাভাবনা নিয়ে একটু অন্যরকম ভাবে এই নবম বিবাহ বার্ষিকী পালন করলেন তাঁরা।
বিবাহ বার্ষিকীতে আনন্দ অনুষ্ঠানের পিছেনে খরচ না করে নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে দুঃস্থ ও গরীব মানুষের হাতে খাবার তুলে দিলেন পেশায় শিক্ষক অভিষেক দে এবং তার স্ত্রী পিয়ালী দে। সেই সঙ্গে ওদের হাতে মাস্ক ও স্যানিটাইজারো প্রদান করেন। রবিবার সকালে গাড়ি করে খাবার নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার, মুচিপাড়া, প্রান্তিকা এবং দুর্গাপুর স্টেশন এলাকা জুড়ে খাবার বিতরণ করলেন দম্পতি। এই খাবার ভবঘুরে ও দুস্থ মানুষ হাতে পাওয়ার পর তাঁদের মুখে যে হাসি ফুটেছে তাতেই খুশি দম্পতি।