কাঁকসার আমলাজোরা অঞ্চলের বিহারপুর গ্রামে করোনায় আক্রান্ত রোগীদের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কাঁকসার রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। এদিন বিহারপুর গ্রামে যে সমস্ত অসহায় পরিবার রয়েছে তাঁদের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা।

রেড ভলান্টিয়ার্সের সদস্যরা জানিয়েছেন, গত ৩০ মে এই এলাকায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। রেড ভলান্টিয়ার্সের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে কাঁকসার বিশেষ করোনা হাসপাতালে ভর্তি করে। এরপর তাঁরা জানতে পারেন, করোনায় আক্রান্ত রোগীর পরিবারের আর্থিক অনটন দেখা দিয়েছে। লকডাউন চলায় বর্তমানে পরিবারের কারও কাজ না থাকায় তাঁরা আর্থিক অনটনে পড়েছেন। এরপর খোঁজ নিয়ে ওই এলাকার যে সমস্ত করোনা আক্রান্ত রোগীরা রয়েছেন সেই সমস্ত অসহায় পরিবারের পাশাপাশি এলাকার বেশ কয়েকজন অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা।

Like Us On Facebook