সামাজিক দায়বদ্ধতা থেকে কোভিড মোকাবিলায় এগিয়ে এল দুর্গাপুরের বেনাচিতির সুভাষ সংঘ ক্লাব। দুর্গাপুর নগর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষপল্লীর সুভাষ সংঘ ক্লাব নিজেদের ক্লাবঘরের দ্বিতীয় তলায় একটি পাঁচ শয্যার সেফ হোমের উদ্বোধন করল রবিবার। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘মানবতা’।

ক্লাবের সম্পাদক কল্যাণ গুপ্ত জানান, গত তিন দিনে পাড়ায় দু’জন কোভিড আক্রান্ত রোগী মারা গেছেন। যা ক্লাব সদস্যদের ব্যাপক ভাবে নাড়া দিয়েছে। তাই একটি অক্সিজেন বেড সহ মোট পাঁচটি বেডের ব্যবস্থা করা হয়েছে কোভিড আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য। থাকছেন তিনজন চিকিৎসক সহ দু’জন স্বাস্থ্যকর্মী। তিনি বলেন, ‘দুর্গাপুরের অন্যান্য ক্লাবের কাছে আমার আবেদন, তারাও যেন নিজেদের সীমিত সাধ্যের মধ্যে উদ্যোগ গ্রহণ করেন।’

সুভাষপল্লী ক্লাবের সদস্য পেশায় চিকিৎসক সুবল দাস কর্মকার বলেন, ‘যেভাবে দিন দিন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো এই মুহূর্তে নেই। তাই এই ধরণের উদ্যোগ খুবই ভাল। আমি সমস্ত রকমের চিকিৎসার পরামর্শ দিয়ে সাহায্য করবো।’

Like Us On Facebook