করোনা মোকাবিলায় রাজ্যে চলছে কার্যত লকডাউন। সরকারি নির্দেশে বাস-অটো-টোটো-ট্যাক্সি চলাচল বন্ধ থাকার কথা। কিন্তু সরকারি এই নির্দেশিকা চালুর প্রথম দিনে, রবিবার সকালে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে এই অটো ও প্রাইভেট গাড়ির চালকরা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দাপিয়ে বেড়ালো সারাদিন।

আর পাঁচটা সাধারণ দিনে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে অটোতে বাঁকুড়ার বড়জোড়া যেতে ৩০০-৪০০ টাকার মতো লাগে, সেখানে রবিবার সেই অঙ্কটা কোথাও ৭০০ আবার কোথাও ১০০০ টাকায় পৌঁছে যায়। আর প্রাইভেট গাড়ি হলে তো কথাই নেই, বাঁকুড়া মেডিকেল কলেজ যেতে ১৫০০-২০০০ টাকা। সাধারণ মানুষকে অহেতুক ভয় দেখিয়ে অঙ্কটা কখনও কখনও ৩০০০ টাকা ছুঁয়ে ফেলছে। যেটা স্বাভাবিক দিনে দর কষাকষি করার পর সাতশো বা খুব বেশী হলে আটশো পর্যন্ত পৌঁছয়। এই অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠেছে। কি করবেন আর কি করবেন না এই বুঝে উঠতে হিমসিম খেয়ে যান সাধারণ যাত্রীরা। বিশেষ অসুবিধায় পড়েন দূরপাল্লার ট্রেনে রবিবার যারা দুর্গাপুর স্টেশনে আসেন। পুলিশ প্রশাসনের তরফে কোনরকম নজরদারি না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

Like Us On Facebook