দুর্গাপুরের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের ব্যবসায়িক বিষয়ে নানা সমস্যার সুরাহা করতে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হেল্পডেস্ক চালু করছে বুধবার থেকে। প্রাথমিক ভাবে দুর্গাপুর নগর নিগমের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সাহায্য করবে এই হেল্পডেস্ক। পরবর্তী সময়ে ধাপে ধাপে হেল্পডেস্কের কাজের পরিসর বাড়িয়ে ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান খুঁজবে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এই হেল্পডেস্ক।
দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক ভোলানাথ ভকৎ বর্ধমান ডট কমকে বলেন, হেল্পডেস্ক প্রাথমিক ভাবে দুর্গাপুর নগর নিগমে ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সরাসরি সাহায্য করবে। দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা প্রতিদিন তিন ঘণ্টা করে দুর্গাপুর নগর নিগমের লাইসেন্স ডিপার্টমেন্টের কাছে বসবেন। যে সব ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সমস্যা হবে, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা তাঁদের সাহায্য করবেন। ভোলানাথবাবু বলেন, পরে ধাপে ধাপে ব্যবসায়ীদের অন্যান্য বিষয়ের সমস্যাও দেখবে এই হেল্পডেস্ক।