দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০১৭-২০১৯ দ্বি বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা হল। আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় বোর্ড গঠন হবে বলে চেম্বার অব কমার্স সূত্রে জানা গেছে। ৩ সেপ্টেম্বর রবিবার ভোট গ্রহণ হয়। ওইদিনই মধ্যে রাত্রি পর্যন্ত ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু ১৬ রাউন্ড গণনা করতে দীর্ঘ সময় লাগার জন্য রবিবার রাতে কাউন্টিং বন্ধ করে দিয়ে ব্যালট বক্স দুর্গাপুর থানায় রেখে দেওয়া হয়। সোমবার সকালে ফের ব্যালট বক্স এনে গণনা শুরু হয়। সোমবার রাত সাড়ে নয়টার সময় নির্বাচনের সম্পূর্ণ ফল প্রকাশ করা হয়। এবার নতুন অনেক মুখ বিজয়ী হয়েছেন। আবার অভিজ্ঞ পুরানো সদস্যরাও অনেকেই বিজয়ী হয়েছেন। টান টান উত্তেজনার মধ্যে এদিন বণিকসভার নুতন এক্সিকিউটিভ বোর্ডের নির্বাচনের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ পর বিজয়ী প্রার্থীরা বিজয় উল্লাসে মাতেন এবং মিষ্টি বিতরণ করেন। এদিনও কড়া পুলিশি প্রহরায় ভোট গণনা করা হয়। ব্যবসায়ীরা নতুন এক্সিকিউটিভ বোর্ডের কাছে রাজনীতির উর্ধ্বে উঠে দুর্গাপুর চেম্বার অব কমার্সকে রং বিহীন ব্যবসায়িক সংগঠন হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থ না দেখে সকল ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্য অনুরোধ করেন নতুন বোর্ডের সদস্যদের।
Like Us On Facebook