সিভিল সার্ভিস ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্র-ছাত্রীদের সফলতার লক্ষ্যে প্রস্তুতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে দুর্গাপুর মহকুমা শাসকের আন্তরিক প্রচেষ্টায় দুর্গাপুরে গড়ে উঠেছে কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি। আইএএস, আইপিএস সহ ডব্লিউবিসিএস, আধিকারিক, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদরা এই অ্যাকাডেমিতে বিনা পারিশ্রমিকে ছাত্র ছাত্রীদের বিভিন্ন পরিক্ষায় সফল করতে প্রশিক্ষণ দেবেন বলে জানা গেছে। এই অ্যাকাডেমিতে ভর্তির জন্য ২০০ আবেদন জমা পড়ে। তার মধ্য থেকে নির্বাচিত ৯০ জন ছাত্র-ছাত্রী সোমবার সিটি সেন্টারের সৃজনীতে প্রবেশিকা পরীক্ষার জন্য বসেন। ৫০ জনকে বাছাই করে নেওয়া হবে বলে জানা গেছে। অসফল ছাত্র ছাত্রীরাও সম্পূর্ণ বিনামূল্যে দুর্গাপুর সেন্ট্রাল লাইব্রেরীতে কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমির বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার বই পত্তর পড়ে প্রস্তুতি নিতে পারবেন বলে জানা গেছে।
Like Us On Facebook