আনন্দমুখর দুর্গাপুর শিল্পাঞ্চল জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে। বাঙালীর শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোর মত এখন জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠছে দুর্গাপুর শিল্পাঞ্চল। অন্যান্য বছরের মতো এবারও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ধুমধামে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে বিভিন্ন পুজো কমিটি। দুর্গাপুরের ভিড়িঙ্গী আমবাগানের আমরা ১৮’র সদস্যরা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে গোটা এলাকা আলোকসজ্জায় মুড়ে ফেলেছে। শনিবার রাতে ‘আমরা ১৮’র সদস্যরা উৎসাহ উদ্দীপনায় জগদ্ধাত্রী প্রতিমাকে বরণ করে।

দুর্গাপুরের ঝান্ডাবাগ সুকান্ত স্মৃতি সংঘ জগদ্ধাত্রী পুজোয় শিশুদের মনোরঞ্জনের জন্য ডিজনি ওয়ার্ল্ডের আদলে মন্ডপ তৈরি করে এবার নুতন চমক দেয়। দুর্গাপুরের অন‍্যতম সেরা মণ্ডপ রূপে দর্শকদের মন জয় করে নেয় সুকান্ত স্মৃতি সংঘ। শনিবার মানুষের ঢল নামে এই পুজো মণ্ডপে। শিশুদের মন জয় করতে ডিজনি ওয়ার্ল্ডের আদলে মণ্ডপ তৈরি করে শিশুদের সঙ্গে বড়দেরও মন জয় করে নেয়।

আমরা ১৮, ভিড়িঙ্গী




সুকান্ত স্মৃতি সংঘ, ঝান্ডাবাগ




তরুণ উদয় সংঘ, বিদ‍্যাপতি

Like Us On Facebook