‘দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি’ পূর্ণতা পেল শনিবার। দুর্গাপুরের সৃজনীতে এক ঝাঁক প্রশাসনিক নক্ষত্রের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে মধাবী অথচ আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রদের কেরিয়ার গড়ার লক্ষ্যে অ‍্যাকাডেমির শুভ সূচনা হল। সমাজে পিছিয়ে পড়া প্রতিভাবানদের মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবার স্পেশাল প্রশিক্ষণ দিতে এই কেরিয়ার গাইডেন্স একাডেমি গড়ে তোলেন স্বপ্নের ফেরিওয়ালা দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা। আবেদনের ভিত্তিতে এন্ট্রান্স পরীক্ষায় সফল ৫০ জন ছাত্র-ছাত্রীদের এই কেরিয়ার গাইডেন্স একাডেমিতে প্রশিক্ষণ দেবেন পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকরা। এই দিনের কেরিয়ার গাইডেন্স একাডেমির উদ্ধোধনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠী, পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী।

কেরিয়ার গাইডেন্স একাডেমির মূল উদ্যোক্তা দুর্গাপুর মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন, এই কেরিয়ার গাইডেন্স একাডেমি আগামী দিনে আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গড়ে তুলবে বলে আমার দৃঢ বিশ্বাস। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক শশাঙ্ক শেঠী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সকলেই নিজের জীবনের পঠনপাঠন কালের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এদিন। দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী বলেন একদিন আমি মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ও তৎকালীন অবিভক্ত বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে একটি গাইডেন্স একাডেমি গড়ার স্বপ্ন দেখি। আজ দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার হাত ধরে সেই স্বপ্নের পূর্ণতা পেল।

Like Us On Facebook