পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে নির্বাচিত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য শনিবার সৃজনী সভাঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা পথের সূচনা হল। এদিন ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের নির্বাচিত ছাত্রছাত্রীদের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রয়োজনীয় বই প্রদান করে ও শুভেচ্ছা সহকারে কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি’তে তাঁদের বরণ করে নেওয়া হয়।
জানা গেছে, কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমিতে ৯৭ জন ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় বসলেও পঞ্চাশ জন ছাত্রছাত্রী ২০২৯ -২০২০ শিক্ষাবর্ষের জন্য অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তাঁদের শনিবার বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ কুমার অগস্থি, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত মন্ডল, দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে, দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী, দুর্গাপুর মহকুমা কার্যালয়ের প্রশাসনিক আধিকারিকরা সহ কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি’র প্রশিক্ষকবৃন্দ। উপস্থিত সকল বক্তাই বক্তব্য রাখতে গিয়ে কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমির নবাগতদের উৎসাহ দিয়ে তাঁদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি পরিচালনার মূল সহযোগী এনএসপিসিএলের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন এনএসপিসিএলের জেনারেল ম্যানেজার এমএস চৌথাইওয়ালা।
উল্লেখ্য, ২০১৭ সালে জেলা প্রশাসনের তদারকিতে তৎকালীন দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার উদ্যোগে দুস্থ প্রতিভাবানদের জন্য সিভিল সার্ভিস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিখরচায় বিশিষ্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে ৫০ আসন বিশিষ্ট কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি’ গড়ে ওঠে।