ফের কর্ণিয়া সংগ্রহে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি পূর্ব ভারতে দ্বিতীয় স্থান অধিকার করল। দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি ২৮৯ টি কর্ণিয়া সংগ্রহ করে এই পুরস্কার পায় বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে জানান, ইন্টারন্যাশনাল আই ব্যাঙ্ক কলকাতায় সাম্প্রতি দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটিকে এই পুরস্কার দেয়। বুধবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ে মহকুমাশাসক ব্লাইন্ড রিলিফ সোসাইটির সদস্যদের সঙ্গে নিয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীদের এই ট্রফি দেখান।

সারা বছর দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সদস্যরা মরণোত্তর চক্ষুদান করার প্রচার করেন। তাতে আশানুরূপ ফলও পাওয়া যাচ্ছে। গত বছর ১৯২টি কর্ণিয়া সংগ্রহ করে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি পূর্ব ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এবার গত বছরের তুলনায় প্রায় ১০০টি অধিক কর্ণিয়া সংগ্রহ করে এই সংস্থা। এটা থেকেই বোঝা যায় দুর্গাপুরের মানুষ কুসংস্কার ছেড়ে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির প্রচারে সচেতন নাগরিক হিসাবে নিজেদের প্রমাণ করছেন। অনেক মানুষই আজ মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook