.
রবীন্দ্র জয়ন্তীর সাত সকালে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় এক টুকরো শান্তিনিকেতনের আবহাওয়া তৈরি হল। বৃহস্পতিবার সকালে প্রভাতফেরিতে আট থেকে আশি বিভিন্ন বয়সের রবীন্দ্র অনুরাগীরা শোভাযাত্রায় পা মেলান। দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিন সুসজ্জিত প্রভাতফেরি বের করা হয়। সিটি সেন্টারের বিভিন্ন পথ পরিক্রমা করে। সি-জোনেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এদিন প্রভাতফেরিতে অংশ নেন কচিকাঁচা থেকে বিভিন্ন সংস্কৃতি মনস্ক মানুষ। দুর্গাপুর স্টিল টাউনশিপ টেগর অ্যাভিনিউতেও দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে মাল্যদান করে। দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী যথাযথ মর্যাদায় পালন করা হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like This News
Like Us On Facebook