এক পাথর বোঝাই বেপরোয়া ডাম্পার পিষে দিল এক কিশোরকে। ডাম্পারের চাকা প্রায় কুড়ি ফুট টেনে হিঁচড়ে নিয়ে যায় ওই কিশোরকে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা ক্ষিপ্ত হয়ে ডাম্পাটিকে ভাঙচুর করে প্রতিবাদে পথ অবরোধ করে। মঙ্গলবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুর ইস্পাত নগরীর কাশীরাম দাস রোড।
জানা গেছে, বেনাচিতির শ্রীনগরপল্লীর বাসিন্দা বছর তেরোর শুভ্রজ্যোতি মন্ডলকে মঙ্গলবার সকালে একটি পাথর বোঝাই বেপরোয়া ডাম্পার পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় ডাম্পারের চাকা প্রায় কুড়ি ফুট পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে। স্থানীয় মানুষ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শুভ্রজ্যোতি মন্ডলকে হাসপাতালে নিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা ঘাতক পাথর বোঝাই ডাম্পারটিকে ভাঙচুর শুরু করে দেয় ও আগুন ধরিয়ে দেয়। এবং পথ অবরোধ করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু স্থানীয়দের দাবি ছিল যতক্ষণ না ক্ষতিপূরণ আর এই রাস্তায় ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ করা হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে কাশীরাম দাস রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরের বাড়ি বেনাচিতির শ্রীনগরপল্লীতে, কাশীরামে মামার বাড়িতে ঘুরতে এসেছিল শুভ্রজ্যোতি। এরপরেই মঙ্গলবার পথ দুর্ঘটনার শিকার হয়।