.

দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতর এক ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল ডিএসপি কারখানার এক আধিকারিক সহ এক কর্মীর। নাম চন্দ্রভূষণ কুমার ও উৎপল মন্ডল। চন্দ্রভূষণ দুর্গাপুর ইস্পাত কারখানার একজন আধিকারিক ছিলেন। দু’জনেই বাইকে করে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ডিএসপি কারখানার ভিতর যাচ্ছিলেন। সেইসময় কারখানার ভিতরের একটি ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলে দু’জনই মারা যান বলে জানা গেছে। কারখানার ভিতর এই মর্মান্তিক দুর্ঘটনার পর কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

Like Us On Facebook