দোলা সেন হোক আর মুনমুন সেন হোক আসানসোলে তৃণমূল কংগ্রেস যে প্রার্থীকেই আমার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রার্থী করুক আমি সব প্রার্থীকে এবার ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হব‌। আসানসোলের মানুষ আমাকে দু’হাতে আশীর্বাদ করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস। মঙ্গলবার সন্ধ্যায় অন্ডালের উখড়ায় বিজেপির এক সাংগঠনিক কর্মীসভায় যোগদান করে এই দাবি করেন আসানসোলের গত লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থী ও এবারের বিজেপির সম্ভাব্য প্রার্থী বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয় বলেন, ‘আমি সারা বছর আসানসোলের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সুখ-দুঃখের সাথি হওয়ার চেষ্টা করি। শাসক দলের তৈরি করা বিভিন্ন প্রতিকুলতার মাঝেও আমি আমার সাংসদ তহবিলের অর্থ বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকায় আসানসোলের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি গত পাঁচ বছরে। মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কর্মকান্ড গত পাঁচ বছরে দেখেছেন।’

বাবুল সুপ্রিয় মঙ্গলবার সন্ধ্যায় উখরায় সাংগঠনিক কর্মীসভায় যোগদান করে দলীয় কর্মীদের চাঙা করতে বিজেপির সমর্থনে দেওয়াল লিখন করেন। বাবুল সুপ্রিয় দেওয়ালে রঙ-তুলির আঁচড় দিতেই উখরায় দলীয় কর্মীদের মধ্যে থেকে সমবেত ভাবে তারস্বরে আওয়াজ ওঠে ভারত মাতা কি জয়‌। বিজেপি নেতৃত্ব এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি তবুও গতবারের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এবং আসানসোলের বিজেপি কর্মীরা প্রায় একপ্রকার নিশ্চিত এবারও আসানসোলে বিজেপি প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।

Like Us On Facebook