সংস্থার প্রতিষ্ঠা দিবস পালন করতে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের মাঝে হাজির হলেন ‘কল্যাণী গ্রুপ এক্স এনসিসি ক্যাডেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর সদস্যরা। রবিবার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত অনাথ ও বৃদ্ধাশ্রম, দামোদরপাড়া সমাজ কল্যাণ হোমের আবাসিকদের সঙ্গে দিনভর হৈহুল্লোড় করে কাটালেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা।
সমাজ কল্যাণে যুক্ত কল্যাণী গ্রুপের সদস্যরা রবিবার সকালে দামোদরপাড়া সমাজ কল্যাণ হোমে পৌঁছে আবসিকদের সকালের খাবার ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা ছাড়াও আবাসিক শিশুদের নিয়ে বিস্কুট দৌড়, অঙ্ক দৌড়, আলু দৌড়, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলায় মাতেন। খেলার শেষে সকলের হাতে পুরস্কারও তুলে দেন কল্যাণী গ্রুপের সদস্যরা। সমস্ত আবাসিক শিশুদের পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বয়স্ক আবাসিকদের কম্বল দেওয়া হয়।
অর্গানাইজেশনের সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘২৩ জানুয়ারি ছিল আমাদের অর্গানাইজেশনের জন্মদিন, সেই উপলক্ষে রবিবার আমরা এই অনাথ আশ্রমের সমস্ত বাচ্চাদের সঙ্গে দিনভর আনন্দ করে কাটালাম। শিশুদের নিয়ে আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করি এবং উৎসাহ দিতে তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিই। এছাড়াও এখানকার বয়স্ক আবাসিকদের হাতে আমরা শীতবস্ত্র তুলে দিই।’