সোমবার মর্নিং শিফটে কাজে বেড়িয়ে আর ঘরে ফেরেননি দুর্গাপুরের দেশবন্ধু কলোনীর বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী তারক চ্যাটার্জী (৩৬)। মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতর কোকওভেন ব্যাটারি অপারেশন বিভাগে এই কর্মীর দেহ পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশবন্ধু এলাকায়।
এদিকে, পরিবারের লোকজন রহস্যময় এই মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছে। সোমবার ডিউটিতে গিয়ে আর ঘরে না ফেরায় তারকবাবুর পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। কলকাতার লালবাজারে কর্মরত এক আত্মীয় মারফত পরিবারের লোকজন জানতে পারেন তাঁর মোবাইলের শেষ লোকেশন ছিল দুর্গাপুরে নঈমনগর এলাকায়। সেই মোতাবেক পরিবারের লোকজন নঈমনগরে যান, কিন্তু সেখানে পাওয়া যায়নি তারক চ্যাটার্জীকে। এরপরই মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতর মেলে তারকবাবুর মৃতদেহ। পুলিশ প্লান্টের ভিতর থেকে তারকবাবুর বাইকটি উদ্ধার করে। মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে তারকের পরিবার। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।