পানাগড় শিল্পতালুকে নির্মীয়মাণ পার্কিংয়ের কাজ আটকে বিক্ষোভ দেখালেন কোটা গ্রামের বাসিন্দারা। বুদবুদের কোটা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় যে প্যাকেজ ঘোষণা করেছিল সরকার সেই প্যাকেজ অনুযায়ী ক্ষতিপূরণ এখনও জমিদাতারা পাননি। এর আগেও বহুবার গ্রামের বাসিন্দারা এই বিষয়ে আন্দোলন করেছিলেন কিন্তু তাতেও কোন ফল হয়নি। বুধবার জমি দাতারা পার্কিংয়ের কাজ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন।

জমিদাতা তথা গ্রামের মানুষরা জানিয়েছেন, যতদিন না তাঁদের চুক্তি অনুযায়ী প্যাকেজ দেওয়া হবে ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ২০০৮-২০০৯ বর্ষে তৎকালীন বাম শাসনকালে প্রায় ১৫০০ একর জমি অধিগ্রহণ করা হয় পানাগড় শিল্পতালুকের জন্য। অধিগ্রহণ করা জমিতে বর্তমানে চারটি কারখানা তৈরি হয়েছে। এখনও বাকি জমি ফাঁকা পড়ে আছে। সেই জমিতে নানান শিল্প গড়ে ওঠার কথা রয়েছে। সেই সমস্ত কারখানার গাড়ি পার্কিংয়ের জন্য ইতিমধ্যে কোটা গ্রামের প্রবেশমুখে গাড়ি পার্কিং সেন্টার তৈরি করার কাজ শুরু হয়েছে। বুধবার সেই কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ।

Like Us On Facebook