ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় মর্মান্তিক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল। এই ঘটনায় শ্রমিক মহলে ফের ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার র-মেটেরিয়্যাল হ্যান্ডেলিং প্লান্টে ওল্ড সাইডের অপারেশন বিভাগের কর্মী আশুতোষ ঘোষাল(৫৪) কোনভাবে কাজ করার সময় কনভেয়ার বেল্টে পড়ে গেলে শরীর টুকরো টুকরো হয়ে যায়। এরপর তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
জানা গেছে, তিনি বি-জোনের বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউর বাসিন্দা। আশুতোষ বাবুর স্ত্রী ও এক ছেলে আছেন। কয়েকদিন পর ছেলের বিয়ে। তার প্রস্তুতি চলছিল, তারমধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বারবার দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটায় শ্রমিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে চার শ্রমিক গরম লোহায় ঝলসে তিন জনের মৃত্যু হয় এবং এক জন এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।