দুর্গাপুর ইস্পাত নগরীতে পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে আরও প্রায় ৩ দিন সময় লাগতে পারে বলে জানালেন দুর্গাপুর ইস্পাত কারখানার মূখ্য জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার। বুধবার বর্ধমান ডট কমকে ডিএসপি’র মূখ্য জনসংযোগ আধিকারিক বলেন যুদ্ধকালীন তৎপরতায় কঠোর নিরাপত্তায় পাইপ লাইন সারাইয়ের কাজ চলছে। ডিএসপির ইঞ্জিনিয়াররা ও কাজে নিযুক্ত শ্রমিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্ত ২০ ইঞ্চি পাইপ লাইনের কাজ সারাই হয়ে যাওয়ার পর মঙ্গলবার ফের ফাটল ধরায় জল সরবরাহ কিছুটা বিঘ্ন হয়েছে। ২০ ইঞ্চি পাইপ লাইন দিয়েই বিকল্প ভাবে যতটা সম্ভব জল সরবরাহ করা হচ্ছে টাউনশিপের বিভিন্ন এলাকায়।
এ-জোনে বেশি এবং বি-জোনে কম পানীয় জল সরবরাহ করে ডিএসপি কর্তৃপক্ষ কার্যত বিমাতৃসুলভ আচরণ করছে বলে বি-জোন এলাকার বাসিন্দাদের অভিযোগ। এই অভিযোগ খন্ডন করে চিন্ময়বাবু বলেন, জলের গতির উপর নির্ভর করে আপৎকালীন সময়ে ২০ ইঞ্চি পাইপ লাইনে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় কিছুটা করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। তবে ৩০ ইঞ্চি পাইপ লাইনের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক হবে না বলে সাফ জানান ডিএসপির জনসংযোগ আধিকারিক। একই সঙ্গে দীর্ঘস্থায়ীভাবে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে তিনি ইস্পাত নগরীর সকল আবাসিকদের কাছে এই দুর্যোগপূর্ণ সময়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
এদিকে ইস্পাত নগরীর বি-জোনের এডিসন নিউটন ভাবা রোড এলাকায় পানীয় জলের ৭ নং ট্যাঙ্কের অফিসের সামনে এলাকার মহিলারা একত্রিত হয়ে বুধবার বিক্ষোভ দেখান। মহিলাদের অভিযোগ, এ-জোন এলাকার তুলনায় বি-জোন এলাকায় ডিএসপি কর্তৃপক্ষ কম পানীয় জল সরবরাহ করছে। ফলে বি-জোন এলাকায় মানুষ পানীয় জল না পেয়ে চরম দুর্ভোগে পড়েছে।