রাস্তায় স্পিড ব্রেকারের জন্য স্কুটি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের এক নার্সিং স্টাফের। জানা গেছে, মৃত নার্সের নাম ক্ষমা মল্লিক। দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের ইমার্জেন্সির নার্সিং ইনচার্জ ছিলেন ক্ষমাদেবী।

জানা গেছে, ছেলের সঙ্গে স্কুটি চেপে নাইট ডিউটি করার জন্য ডিএসপি মেন হাসপাতালে যোগ দিতে আসছিলেন। ডিএসপি মেন হাসপাতাল সংলগ্ন রাস্তায় একটি নব নির্মিত স্পিড ব্রেকার পার হওয়ার সময় ক্ষমাদেবী আচমকাই স্কুটি থেকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লাগে ক্ষমাদেবীর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ক্ষমাদেবীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুর্গাপুর মেন হাসপাতাল সহ স্টিল টাউনশিপ জুড়ে চাঞ্চল্য ছড়ায় রবিবার রাতে। উত্তেজিত স্থানীয় মানুষ রাতেই হাসপাতাল সংলগ্ন স্পিড ব্রেকারগুলিকে কেটে দেন বলে জানা গেছে।

১০ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ বলেন, ‘ডিএসপি কর্তৃপক্ষ বিনা কারণে হাসপাতাল সংলগ্ন অন্ধকার এলাকায় তিনটি স্পিড ব্রেকার করে দেওয়ার ফলে একদিনেই পরপর সাতজন আহত হন। আলোর কোন ব্যবস্থা না করে পরপর তিনটি স্পিড ব্রেকার করে দেওয়ার ফলে পরপর দুর্ঘটনা ঘটে চলেছে। স্কুল পড়ুয়া থেকে নার্সিং ইনচার্জ সকলেই এই নব নির্মিত স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হলেন। কিন্ত সকলেই অল্প বিস্তর আহত হলেও নার্সিং স্টাফ ক্ষমা মল্লিকের মাথার চোট গুরুতর হওয়ায় ক্ষমাদেবী মারা গেলেন।’

Like Us On Facebook