কোথাও ফেসবুক পেজের আদলে মণ্ডপ, আবার কোথাও সরস্বতী পুজোকে কেন্দ্র করে ‘সই মেলা’ নজর কাড়ল শিল্পাঞ্চলবাসীর। দুর্গাপুরের মেনগেট সংলগ্ন লিঙ্ক পার্কের প্রান্তিক ক্লাব সরস্বতী পুজোর মন্ডপ ফেসবুক পেজের আদলে তৈরি করে দর্শনার্থীদের মনে দাগ কেটেছে। আবার সেপকো টাউনশিপে একালে সেকেলে বন্ধুত্বকে ফিরিয়ে আনতে ‘সই মেলা’।

প্রান্তিক ক্লাবের সদস্যরা বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুককে হাতিয়ার করে মণ্ডপে দর্শক টানছেন।মণ্ডপের গঠন যেন মা সরস্বতীর ফেসবুক প্রোফাইল। টাইম লাইনে মা সরস্বতীর ছবি। কন্ট্যাক্ট লিস্টে আছেন দূর্গা, শিব, বিষ্ণু, কালী, লক্ষী, হনুমানের নাম। গ্রুপ কনভারসেশনে দেখা যাচ্ছে ত্রিদেব গ্রুপ, বনবাস ও ধনলক্ষী গ্রুপের নাম।

আবার সরস্বতী পুজো উপলক্ষে দুর্গাপুরের স্টিল টাউনশিপ সেপকোর ৩ নং স্ট্রীটে এবার সেপকোর বাসিন্দারা সরস্বতী পুজো উপলক্ষে ‘সই মেলা’র আয়োজন করেছেন। সোশ্যাল মিডিয়ার যুগে বন্ধুত্ব পাতানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। কিন্তু গাদা গাদা ভার্চুয়াল ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেও বন্ধুত্বের অভাব বোধ করছেন অনেকেই। তাই শিল্পশহর দুর্গাপুরের উপনগরী সেপকোর মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার নয় রিয়েল ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে ‘সই মেলা’র আয়োজন করেছেন বলে জানা গেছে। সই মেলায় থাকছে খাওয়া-দাওয়া থেকে নির্ভেজাল আড্ডা সহ বিভিন্ন গেম-শো, প্রতিযোগিতার আসর আর সঙ্গে থাকছে বন্ধুত্বের প্রতিশ্রুতি।

Like Us On Facebook