.
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের এক সিনিয়র নার্সের। বুধবার দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতার নাম সুজাতা মন্ডল। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের একজন সিনিয়র নার্স ছিলেন। কোভিড আক্রান্তদের সেবার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় জানা যায় তিনি কোভিড আক্রান্ত। এরপর চিকিৎসার জন্য তাঁকে প্রথমে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সুজাতাদেবীর মৃত্যু হয়। যিনি এতদিন কোভিড আক্রান্তদের আন্তরিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন, তিনি নিজেই কোভিডের কাছে পরাস্ত হয়ে মৃত্যু বরণ করলেন। এই খবর ছড়িয়ে পড়তেই দুর্গাপুরে শোকের ছায়া নেমে আসে।