দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) সূত্রে জানা গেছে, ১৯৬০ সালের ২৪ এপ্রিল ডিএসপিতে প্রথম তরল ইস্পাত থেকে ঢালাই ইস্পাত তেরি শুরু হয়। প্রতিবছর এই দিনটি ‘ডিএসপি ডে’ হিসাবে পালিত হয়। ডিএসপি’র জন্মলগ্ন থেকে বহু মানুষ কারখানার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন। সেই সমস্ত মানুষজনের আত্মার শান্তি কামনায় এদিন কারখানার বরিষ্ঠ আধিকারিক ও কর্মীদের একাংশ স্মৃতিসৌধে ফুল অর্পণ করেন।

Like Us On Facebook