রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হল জনজীবন। ঝড়ে গাছ উপড়ে, বিদ্যুতের খুঁটি পড়ে, ঘরের চাল উড়ে ৩ জনের মৃত্যু হয়। বহু এলাকা এখনও বিদ্যুৎ বিহীন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, ঝড়ে তিন জনের মৃত্যু ঘটেছে এবং ৩৩৪ টি গ্রাম ও ২টি ওয়ার্ডের ৩৬১৫০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও ১৪৬৮ টি বাড়ি সম্পূর্ণ রূপে ও ১০০৩০ টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। ৫৪০ টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ত্রাণ পান সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও কৃষি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতির পরিমাণ জানতে সমীক্ষা করতে।

Like Us On Facebook